Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহর্‌রম ১৪৪৭ রাত ১২:৪২
 

তেহরানে বাংলাদেশিদের নিয়ে আতঙ্কিত পররাষ্ট্র মন্ত্রণালয়

দিগন্ত নিউজঃ
জুন ১৭, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানে ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছেন বাংলাদেশিরা।

মঙ্গলবার (১৭ ‍জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, তেহরানে প্রায় চারশ বাংলাদেশিদ রয়েছে। তাদের নিয়ে আমরা আতঙ্কিত।

সচিব আরও জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তেহরান ছাড়াও আশ পাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংককিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন