Dianta-News-PNG
ঢাকা বৃহস্পতিবার- ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মহর্‌রম ১৪৪৭ রাত ১১:১৭
 

ট্রাম্প, আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুনঃ ইরান

দিগন্ত নিউজঃ
জুন ১৭, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরান মিলিটারির (ফেসবুক) ও ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’

এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীকী উল্লেখ, যা তাদের প্রতিরোধের দৃঢ়তা বোঝায়।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’ তবে, কেন তেহরান ছেড়ে যাওয়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‌‘ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!’

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পরই ইরান মিলিটারে ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে। এই পালটাপালটি বার্তা ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরাইলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয় পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পালটা হামলা করা হয় ইসরাইলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন