Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ ভোর ৫:২৮
 

“এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসিকে বলতে পারি”

দিগন্ত নিউজঃ
জুন ১০, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
  • এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসিকে বলতে পারি: আসিফ

    কুমিল্লার মুরাদনগরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Link Copied!

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে। এখন মানুষের সেবার দিকটা চিন্তা করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কথা বলতে পারি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১০ জুন) কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এদিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল।’

গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন