‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।
গতকাল পোস্ট করা একটি ভিডিওতে অভিনেত্রী বলছিলেন,‘পূজা দিতে যাচ্ছিলাম। প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরের দিকে যাওয়ার সময় হঠাৎই আমার গাড়িতে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি। ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে আটকানো হয়। শেষ পর্যন্ত আমিও নেমে পড়ি গাড়ি থেকে। ভিডিও রেকর্ডিং করি মোবাইল ফোনে। এক পর্যায়ে পুলিশ চলে আসে। অন্য একটি গাড়িতে করে আমি পূজা দিতে যাই। ভালোভাবেই পূজা দিয়েছি।’মধুমিতা সরকার বলেন, ‘অনেক বাজে কিছু হতে পারত। মহাদেবের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।’
আরও পড়ুন— যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার
ঘটনার দিন কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন মধুমিতা। এতে তার গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মধুমিতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময়ে মধুমিতা তার গাড়ির চালকের ঠিক পেছনে বসেছিলেন। অভিনেত্রীর গাড়ির যে পাশে বসেছিলেন পণ্যবাহী গাড়িটি সেই পাশে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে গেলেও সুস্থ আছেন মধুমিতা।
সিরিয়ালের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিতভাবে কাজ করছেন মধুমিতা সরকার।