Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:১৬

২৬০০০–৭০০০০ টাকা বেতনে ৫ পদে নিয়োগ দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক সম্প্রতি পাঁচ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও), ট্রেইনি অফিসার সেলস (টিও–সেলস), ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও), সেলস ম্যানেজার (এসএম) পদে নিয়োগ দেওয়া হবে।

এ পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে একাধিক পদে আবেদনের সুযোগ নেই।

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন। তখন মাসিক মোট ৮০,৮১৫ টাকা বেতন পাবেন।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরিতে স্থায়ী হবে। তখন নানা সুবিধাসহ মাসিক মোট ৪৯,৪০৫ টাকা বেতন পাবেন।

৩. পদের নাম: ট্রেইনি অফিসার সেলস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

শর্ত: প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে স্থায়ী হবে। স্থায়ী হওয়ার পরে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯ টাকা বেতন পাবেন।

৪. পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

শর্ত: প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে প্রার্থী নিয়মিত হবেন। স্থায়ী হওয়ার পরে নানা সুবিধাসহ মাসিক মোট ৩৬,০৩৯ টাকা বেতন পাবেন।

৫. পদের নাম: সেলস ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে কাজের জন্য পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। তখন নানা সুবিধাসহ মাসিক মোট ৪২,১৩০ টাকা বেতন পাবেন।

বয়সসীমা: ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের শেষ দিন: ৪ অক্টোবর,২০২৪।

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে

২৬০০০–৭০০০০ টাকা বেতনে ৫ পদে নিয়োগ দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST