Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ ভোর ৫:২২

৭০ বছরের মধ্যে শক্তিশালী টাইফুনের আঘাত, ফ্লাইট বাতিল-বন্ধ ট্রেন চলাচলও

আন্তর্জাতিক ডেস্কঃ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে দীর্ঘ ৭০ বছর পর শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ আছড়ে পড়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যাপক শক্তি নিয়ে ঝড়টি সরাসরি আঘাত হানে। -রয়টার্স

রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গড়িতে আঘাত হেনেছে। সাংহাই শহরে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বসবাস করে। ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হানার পর এবার আঘাত হানল বেবিনকা।

সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুর ইয়াগি আঘাত হানে।

আরও পড়ুন—    ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

এদিকে টাইফুন বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া এ শহরের কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে। চীনে এমন এক সময় এই ঝড় আঘাত হেনেছে যখন দেশটিতে শরৎ উৎসবের জন্য তিনদিনের সরকারি ছুটি চলছে।

শক্তিশালী টাইফুনের আঘাতে রিসোর্ট, পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST