Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৬:১৫

এশিয়ান চ্যাম্পিয়নস লিগঃ ভাইরাস সংক্রমণে প্রথম ম্যাচে নেই রোনালদো

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সব কিছুই ঠিক করা ছিল। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরাকের বাগদাদে দলের সঙ্গে খেলতে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে খেলতে যাবেন বলে বান্ধবী জর্জিনা রদ্রিগেজেরও ভিসার কাজ সম্পন্ন করে রেখেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু বাগদাদে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না রোনালদোর।

ভাইরাসে সংক্রমিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট দিয়ে এই খবর জানায় তার ক্লাব আল নাসর। সৌদি আরবের ক্লাব লিখেছে,‘আজ আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সুস্থ বোধ করছেন না। সে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছে।’ সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ‘সিআর সেভেনকে’ পাচ্ছে না সৌদি ক্লাব। ইরাকের আল শোরতার মাঠে মুখোমুখি হচ্ছে তারা। ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছে আল নাসর।

আরও পড়ুন—    হাসিনার ‘গ্যাং অব ফোর’

র্ব্ণাঢ্যময় ক্যারিয়ারে রোনালদো এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লক্ষ্যে নেমে গত আসরে বঞ্চিত হয়েছিলেন। এই বছর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে তাদের বিদায় করা আল আইন পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল।

ইস্ট ও ওয়েস্ট দুই গ্রুপে ২৪ দল ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। প্রত্যেক দল গ্রুপ পর্বে আটটি আলাদা দলের সঙ্গে খেলবে। সেরা আট দল শেষ ষোলোতে উঠবে। মার্চে যে লড়াই হবে দুই লেগে। তারপর ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হবে পরবর্তী পর্বের খেলা।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন