বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ মে) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪।
হিন্দি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয় ছবি ও টেলিভিশনেরও জনপ্রিয় মুখ মুকুল দেবের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান আরেক অভিনেতা মনোজ বাজপেয়ী।
মনোজ বাজপেয়ী এক্সে লেখেন, ‘আমার এই মুহূর্তে ঠিক কী অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার আত্মিক ভাই। অভিনেতা হিসেবে ওর উষ্ণতা ও আবেগ ছিল অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল, খুব অল্প বয়সে। ওর পরিবারের এই ক্ষতিতে শোকাহত। প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। মিস ইউ মেরি জান… যতক্ষণ না আমাদের আবার দেখা হয়, ওম শান্তি।’
মুকুল দেবের জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর এক পাঞ্জাবি পরিবারে। তিনি হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন। আবার একইসঙ্গে টেলিভিশনেও কাজ করেছেন।
১৯৯৬ সালে টিভি সিরিজ ‘মুমকিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু। আবার ওই একই বছর ‘দস্তক’ ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে অভিনয় করে তিনি বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার,’ ‘আর… রাজকুমার’, এবং ‘জয় হো’র মতো ছবিতে তিনি অভিনয় করেছেন।
তাছাড়া তিনি ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান : দ্য স্যাভিয়ার’-এর মতো বাংলা ছবিতেও অভিনয় করেছেন।
দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন মুকুল রায়। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব অ্যাভিয়েশন থেকে বিমান চালনাও শিখেছিলেন তিনি।
