ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর বাধা নেই।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারী মো. মামুনুর রশিদ।
এ প্রসঙ্গে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী ২৬ মে তারিখের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।
এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন।
এদিকে, এই রিটের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। মাজার গেট, বাংলাদেশ বার কাউন্সিল গেটে সেনা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়।
গতকাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের বিরোধিতা করে রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
গত মঙ্গলবারও এ রিটের প্রথম দিনের শুনানি হয়, বুধবার হয় দ্বিতীয় দিনের শুনানি। মঙ্গলবার মূল শুনানি শেষ হলেও বুধবার আদেশের মুহূর্তে আবার ঘণ্টাখানেক শুনানি করেন দুইপক্ষ।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।
এদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বুধবার ওই বিক্ষোভ সপ্তম দিনে পড়ে।
বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এবং যমুনা অবরুদ্ধ করে রাখেন তার সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে এসব এলাকায় অবস্থান নেয় ঢাকাবাসী।
এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করছেন তারা। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহণ কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করছেন তারা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এর পর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
