Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ ভোর ৫:৪৬
 

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে অনড় জবি শিক্ষার্থীরা

দিগন্ত নিউজঃ
মে ১৫, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

৭০ শতাংশ আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক ছাড়েননি গতকাল বুধবার দুপুর থেকে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে অবস্থান নেওয়া জবি শিক্ষার্থীরা। গতকালের মতো আজও ক্যাম্পাসের বাসভর্তি করে তারা সেখানে হাজির হয়েছেন।

দুপুর ১২টার পর ঝুম বৃষ্টি নামলেও আন্দোলনকারীরা অবস্থান ত্যাগ করেননি। তাদের অনেকে ছাতা মাথায় সেখানে অনড় অবস্থান নেন। অনেকে বৃষ্টি ভিজেই দাবি আদায়ের স্লোগান ধরেন। আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে জবির শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় তারা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় কাকরাইল মোড়ে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন।

পরে তারা ব্যারিকেড ভাঙতে গেলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে তাদের অনেককে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন