আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৭ মে (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এই প্রজ্ঞাপনে ছুটির বিস্তারিত সময়সূচি ও কর্মপরিকল্পনা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করেছে। এছাড়া দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) — দুইটি সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এই সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে সব ধরনের প্রতিষ্ঠানের জন্য।
যেসব সেবা এই ছুটির আওতার বাইরে থাকবেঃ
ক. বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীবাহিনী।
খ. হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট কর্মীবাহিনী।
গ. চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা।
ঘ. জরুরি কার্যক্রমে নিয়োজিত অফিস ও প্রতিষ্ঠান।
এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে আলাদা নির্দেশনা জারি করা হবে।
