Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ২:৫৫
 

সালমান-শাবনূরের প্রেম নিয়ে যা বললেন ডন

দিগন্ত নিউজঃ
মে ৩, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি ছিল সালমান শাহ ও শাবনূরে জুটি। এই জুটির কাছের বন্ধু জনপ্রিয় খল নায়ক ডন। সালমানের মৃত্যুর পরে ডনকে ঘিরে নানা রকম গুঞ্জন শোনা যায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের মৃত্যু এবং এই জুটির প্রেমের বিষয়ে কথা বললেন এই অভিনেতা।

ডনকে প্রশ্ন করা হয়েছিল, সালমান শাহ-এর সঙ্গে শাবনূরের প্রেম ছিল কিনা। প্রত্যুত্তরে ডন বলেন, “সালমান, শাবনূর একটা জুটি। এদের প্রেম-প্রীতির ওপরই একটা সিনেমা ডিপেন্ড করত। ফিল্মের নায়ক-নায়িকার মধ্যেতো প্রেম থাকতেই হবে, না হলে তো সিনেমা হবে না। কিন্তু অরজিনাল প্রেম আর ফিল্মের প্রেমতো এক না।”

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় মারা গেলেন সালমান। অকাল প্রয়াত নায়কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডনকে সালমান-এর হত্যাকারীও মনে করেন সালমান শাহ-এর মা নীলা চৌধুরী।

এ বিষয়ে, ডন বলেন, “সালমান শাহ যখন মারা গেলো আমি তখন ঢাকাতেই ছিলাম না, ছিলাম বগুড়াতে। মা হিসেবে ছেলের বিচার চাইতেই পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে, পেঁচিয়ে করবে এটা অস্বাভাবিক ব্যাপার।”

এছাড়া, ডন ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তার সঙ্গে সালমান শাহ-এর শেষ দেখা হয়েছিল সালমানের শ্বশুরবাড়িতে। রাতে সালমান, সামিরা এবং ডন একসঙ্গে ডিনার করেছিলেন। এরপর তারা তাকে ডলফিন কোচে উঠিয়ে দিয়েছিলেন। ওই কোচে বগুড়া গিয়েছিলেন ডন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন