Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহর্‌রম ১৪৪৭ রাত ১২:৩১
 

গুগল ডকসে নতুন ফন্ট যুক্ত করার সহজ পদ্ধতি

জে এম আলী নয়নঃ
এপ্রিল ২৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ফোনে টুকটাক লেখালেখির জন্য অনেকেই গুগল ডক্স (Google Docs) ব্যবহার করেন। লেখালেখির প্রয়োজনীয় প্রায় সব ফিচারই অ্যাপটিতে রয়েছে। সেই সঙ্গে অ্যাপটি খুবই হাল্কা ও ইউজার-ফ্রেন্ডলি হওয়ায় সহজেই ব্যবহার করা যায়। তবে অনেকেই ডকসে ফন্ট নিয়ে সমস্যার সম্মুখীন হন। নতুন ফন্ট যোগ করতে পারেন না। আজকের লেখাটি তাদের জন্যই।

গুগল ডকসে ইংরেজির কিছু ফন্ট ডিফল্টভাবে যুক্ত থাকলেও বাংলা, আরবি অথবা অন্য ভাষার ফন্টগুলো যুক্ত করা থাকে না। তবে ফন্টগুলো যুক্ত করার সুযোগ গুগল রেখেছে ডকসের ওয়েবসাইট থেকে। যাতে কারো প্রয়োজন হলে তিনি পছন্দমতো ফন্ট যুক্ত করে নিতে পারেন। এই ফন্টগুলো ডকসের নির্ধারিত কিছু ফন্ট। ফলে বিভিন্ন অ্যাপে ডাউনলোড করা ফন্ট ইমপোর্ট করার যে সুবিধা থাকে, গুগল ডকসে সেই সুবিধা নেই।

গুগল ডকসে ফন্ট যুক্ত করার ধাপসমূহ

  1. গুগল ডকস ওপেন করুন
    – প্রথমে docs.google.com এ যান এবং একটি ডকুমেন্ট খুলুন।
    – মোবাইল ইউজারদের জন্য: ব্রাউজার ব্যবহার করে “ডেস্কটপ সাইট” মোডে ওপেন করুন (ব্রাউজারের সেটিংসে গিয়ে “Desktop Site” অপশনটি চালু করুন)।
  2. ফন্ট মেনুতে যান
    – টুলবারে থাকা ফন্ট ড্রপডাউন মেনু (ডিফল্টে “Arial” বা অন্য কোনো ফন্ট লেখা থাকবে) ক্লিক করুন।
    – সেখান থেকে “More Fonts” (অথবা “আরো ফন্ট”) অপশনে ক্লিক করুন।
  3. পছন্দের ফন্ট বাছাই করুন
    – একটি পপ-আপ উইন্ডো খুলবে, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ফন্ট সাজানো থাকবে।
    – ভাষা অনুযায়ী ফিল্টার: উপরের “Script” ড্রপডাউনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ভাষা (যেমন: বাংলা, আরবি, হিন্দি) সিলেক্ট করুন।
    – ফন্ট স্টাইল: “All Fonts” ছাড়াও Serif, Sans-serif, Display, Handwriting ইত্যাদি ক্যাটাগরি থেকে বাছাই করতে পারেন।
    – সার্চ বক্স ব্যবহার করে সরাসরি ফন্টের নাম লিখেও খুঁজে নিতে পারেন।
  4. ফন্ট সিলেক্ট করে যোগ করুন
    – পছন্দের ফন্টে ক্লিক করে “OK” বাটনে প্রেস করুন।
    – ফন্টটি আপনার ফন্ট লিস্টে অ্যাড হয়ে যাবে।
  5. ব্যবহার করুন
    – এখন টেক্সট সিলেক্ট করে ফন্ট ড্রপডাউন থেকে নতুন যোগ করা ফন্ট বেছে নিলেই চেঞ্জ হয়ে যাবে।

 মনে রাখবেন—
– গুগল ডকসে শুধুমাত্র গুগলের সাপোর্টেড ফন্টই যোগ করা যায়। এক্সটার্নাল ফন্ট (ডাউনলোড করা ফন্ট) ইম্পোর্ট করার অপশন নেই।
– মোবাইল অ্যাপে সরাসরি “More Fonts” অপশন না থাকলে ব্রাউজারের ডেস্কটপ ভার্শন ব্যবহার করুন।

এইভাবে সহজেই গুগল ডকসে বাংলা, আরবি বা অন্য যেকোনো ভাষার ফন্ট যোগ করে টেক্সটকে আরও আকর্ষণীয় করে তুলুন!

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন