Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:১৮

সুখবর পেলেন তাসনিয়া ফারিণ

দিগন্ত নিউজঃ
এপ্রিল ১৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। যা গত বছর ২৪ মে মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এর আগে, সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন ফারিণ।

উৎসব আর প্রেক্ষাগৃহ ঘুরে সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামীকাল বৃহস্পতিবার এটি মুক্তি পাবে বঙ্গতে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান।

নির্মাতা বলেন, ‘ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে, এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।’

সিনেমার গল্প এগিয়েছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হলে পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।

সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘প্রায় আট বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু “ফাতিমা” শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য।’

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন