Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:৪৫

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

দিগন্ত নিউজঃ
এপ্রিল ১১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে সাতক্ষীরা শহর ও জেলা শিবিরের আয়োজনে শহরের খুলনা রোড মোড়সংলগ্ন আসিফ চত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কেট চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সাতক্ষীরা শহর ও জেলা শিবিরের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের মাধ্যমে গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

বিক্ষোভ মিছিলের শুরুতে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন। তিনি বলেন, মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।

এ সময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন