Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:০৪

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

জে এম আলী নয়নঃ
এপ্রিল ১১, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
  • রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

    রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Link Copied!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল।

এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে পোস্ট দিতে দেখা গেছে।।

কেউ কেউ তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন