Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ ভোর ৫:৪৫

লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

দিগন্ত নিউজঃ
এপ্রিল ১০, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

বৃহস্পতিবার ভোরে (বুধবার দিবাগত রাত) শুরু হওয়া ঝড়টি কয়েক মিনিট স্থায়ী হলেও তীব্র বাতাস ও বৃষ্টিপাতে পৌর শহরের কলেজ মোড়সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।

ঝড়ে দিনমজুর আকাব্বর আলীর ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি বলেন, “সকালে হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে যায়। পরিবারের সবাই কোনোরকম প্রাণে বেঁচেছি। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কী করব বুঝতে পারছি না।”

আকাব্বরের মত পৌর এলাকার কলেজ মোড়ের সাদ্দাম, রাসেল ও রবিউলের ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, ঝড়ে তাদের ১২ থেকে ১৩টি দোকানের টিনের চাল ও বেড়া উড়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।

প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।”

ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইকুল আরিফিন বলেন, ঝড়ে ভুট্টা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সকালে ঝড় হলেও বিকাল পর্যন্ত বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বলে জানান স্থানীয়রা।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন