Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:২৬

এসএসসি পরীক্ষাঃ কুমিল্লা বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ২৫৫৩

দিগন্ত নিউজঃ
এপ্রিল ১০, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
  • সংগৃহীত ছবি

Link Copied!

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল দুই হাজার ৫৫৩ শিক্ষার্থী। এছাড়াও কুমিল্লা জেলার বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের অধীনে কুমিল্লায় অনুপস্থিত ছিল ৮১২, চাঁদপুরে ৩৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭২, নোয়াখালীতে ৪৪৪, ফেনীতে ১৭৭ এবং লক্ষ্মীপুরে ২১১ জন।

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে। বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে এক লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি।

এবার কুমিল্লা বোর্ডে ২৩ জন শ্রুতি লেখকের সহযোগিতায় এবং দুজন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ছাড়া শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হবে।”

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশ চলে যাওয়ার কারণে অনেকে ঝরে পড়তে পারে। তবে ঝরেপড়ার হার গত বছরগুলোর তুলনায় কম রয়েছে।”

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন