Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:৩২

ডোবার পাশে কাটা হাত দেখে গিয়ে বস্তায়-বস্তায় মিলল তিন লাশ

দিগন্ত নিউজঃ
এপ্রিল ১১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে আলাদা বাস্তা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে ওসি বলেন, “স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনটি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড লাশ পায়।”

ঘটনাস্থলে এখনো পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহীনুর।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন