Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:২৭

সৌদিতে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৯, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের দাম্মামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক যুবক। নিহতের নাম ইসহাক সায়েদ (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।

বুধবার (৯ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্মাম শহরে একটি খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় ইসহাক মারা যান। তিনি সৌদি আরবের ‘হাঙ্গেরি’ নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, ‘গত বছরের আগস্ট মাসে ছেলে সৌদি পাড়ি জমায়। আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।’

স্থানীয়রা বলছেন, ইসহাক ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন