Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:০২

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৫০

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৯, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তৈরি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার দুপুর ১২টা থেকে তিন ঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আউখাবো এলাকায় রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডের শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ চলে বলে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান।

এদিকে সংঘর্ষে আহতদের মধ্যে কারখানার শ্রমিক ছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্য রয়েছেন।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আগে উপজেলার ভুলতা এলাকার রবিনটেক্স কারখানার অন্তত ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এই ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সকালে কারখানাটির সামনে জড়ো হন।

পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুরে যৌথ বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন