Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:১৮

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন

Link Copied!

আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। ২৫ মার্চের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও ৯টি এজেন্সি তা না করায় সাড়ে ১০ হাজার মুসল্লির হজযাত্রা আশঙ্কার মধ্যে পড়েছে। এজন্য এজেন্সিগুলোকে শোকজ করা হয়েছে। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে। কিন্তু যেকোনো সময় সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্লাটফর্ম ‘নুসুক মাসার’ বন্ধ করে দিলে হাজিরা সমস্যায় পড়তে পারে। এজেন্সিগুলোকে এর দায় নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন