Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:৩৯

গাজায় গণহত্যাঃ প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্রদল

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৮, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। একই ইস্যুতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন কর্মসূচী পালন করছেন সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হোন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে ঘোষণার দাবি জানান তারা। স্লোগানে ফ্যাষ্টুনে ইজরায়েলের পণ্য বয়কটের ডাক দেন তারা।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না এই অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এর মধ্যেও আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত পরিতাপজনক।

এই প্রেক্ষাপটে ৮ এপ্রিল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে এবং দুপুর বারোটায় শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সম্মিলিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার ঘোষণা দেয় ছাত্রদল।

এদিকে, গাজায় এখনও অব্যাহত আছে ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ৬০ ফিলিস্তিনির।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত হয় আরও পাঁচজন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ চালাচ্ছে তেলআবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেটসহ মোতায়েন করা হয়েছে আরও ভারি ভারি যুদ্ধযান।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন