Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:১৫

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৭, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জা‌রি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জা‌রি করা হ‌য়।

এতে উল্লেখ করা হয়, নিজ দে‌শের নাগ‌রিক‌দের জন্য বি‌ক্ষোভের এলাকা এড়িয়ে চলা ও স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করতে বলা হ‌য়েছে। একইসঙ্গে জনসমাগম এড়ি‌য়ে চলাসহ জরুরি যোগাযোগের জন্য সর্বদা চার্জযুক্ত মোবাইল ফোন বহন কর‌তে বলেছে মা‌র্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়ে‌ছে, সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবে, যা কেন্দ্রীয় গণ-বিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস ৭ এপ্রিল বিকেলের জনসেবা সীমিত করবে।

দূতাবাস আরও জানি‌য়ে‌ছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলে তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।

নিজ দেশের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, আপনাদের বিক্ষোভ এড়ানো এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা উচিত। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা উচিত।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন