Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:৫২

নাটোরের দৈনিক ‘প্রান্তজন’ সম্পাদকের ওপর হামলা, ভেঙে দেওয়া হল দুই হাত

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৬, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
  • দৈনিক ‘প্রান্তজন’ সম্পাদকের ওপর হামলা, ভেঙে দেওয়া হল দুই হাত

    হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাটোর থেকে প্রকাশিত দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম। ইনসেটে তার পুরাতন ছবি।

Link Copied!

নাটোর থেকে প্রকাশিত দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে; এ সময় পিটিয়ে তার দুই হাত ভেঙে দেওয়া হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান।

আহত সেলিম (৪৫) নাটোর সদরের পন্ডিতগ্রাম এলাকার বাসিন্দা। তিনি চন্দ্রকলা বঙ্গবন্ধু কলেজের প্রভাষক। হামলার পর পরই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে নাটোর সদর হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার সাহা জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন সেলিমের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে মোবাইল ছিনিয়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে ব্যাপক মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

যাওয়ার সময় সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, “সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা হয়েছে শুনেছি। এ বিষয়ে এখনও কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। পুলিশ ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা এই হামলা করেছে তা জানা যায়নি।

এদিকে, সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় ব্যাপক নিন্দা জানিয়েছেন নাটোরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। হাসপাতালে ছুটে গিয়ে তারা সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন