Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৩:১৩

মসজিদের টাকার হিসাব চাওয়ায় মারধরে আহত যুবদল নেতার মৃত্যু

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৬, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
  • মসজিদের টাকার হিসাব চাওয়ায় মারধরে আহত যুবদল নেতার মৃত্যু

    মাগুরা জেলা যুবদলের সদস্য মিরান মল্লিক

Link Copied!

মাগুরার শ্রীপুর উপজেলায় মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত নাকোল গ্রামের বাসিন্দা সুলতান মল্লিকের ছেলে যুবদল নেতা মিরান মল্লিক’র (৪৩) মৃত্যু হয়েছে। উপজেলার নাকোল গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য মুন্সী মিরান মল্লিককে ৩০ মার্চ রাতে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে।

শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী জানিয়েছেন।

এ ঘটনার পর মিরান মল্লিকের সমর্থকরা মল্লিকপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি, ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। তিনি বর্তমানে এলাকাছাড়া রয়েছেন।

জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা জেলা শহরে ও এলাকায় হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন।

এ ঘটনায় হওয়া মামলার বরাতে পুলিশ জানায়, ৩০ মার্চ রাত ৯টার দিকে নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরানের বাগবিতণ্ডা হয়।

এ সময় জামিরুল ইসলামের সমর্থকরা মিরান হোসেনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, “মিরনের মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে আটক করা হয়েছে।”

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন