Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:১৪

জাতীয় স্টেডিয়ামেই হতে পারে হামজার অভিষেক

দিগন্ত নিউজঃ
এপ্রিল ৬, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অভিষেক হয়েছে তার। এবার বাংলাদেশের মাঠে অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই ফুটবলার।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি আয়োজিত হতে পারে জাতীয় স্টেডিয়ামে। সেখানেই হতে পারে হামজার অভিষেক।

২০২১ সালের আগস্ট থেকে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এখনও পুরোপুরি শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে না দেয়ায় ঢাকা স্টেডিয়ামে হামজার হোম ম্যাচের অভিষেক নিয়ে খানিকটা অনিশ্চিয়তাও ছিল।

যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না। আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ হয়েছে।

সেই অনুষ্ঠানের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না। ’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবো। ’

হামজার অভিষেক শিলংয়ে হওয়ায় অনেক ফুটবলপ্রেমী স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে পারেননি। তাই হোম ম্যাচ দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা মুখিয়ে আছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন