বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বেশ কয়েকটি জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসকরা।
পরে সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমরা কক্সবাজারের লাবনী বিচ থেকে সরাসরি নিজেরা চাঁদ দেখেছি। এ পর্যন্ত ১৪টি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পেয়েছি। আগামীকাল সোমবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।
