Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৬:২৮

২ মাস পর মাঠে ফিরছেন মেসি

প্রিয় খেলা ডেস্কঃ
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
  • ২ মাস পর মাঠে ফিরছেন মেসি

    ছবিঃ সংগ্রহ

Link Copied!

অপেক্ষার পালা শেষ হচ্ছে অবশেষে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে লিওনেল মেসি পুরোপুরি সেরে উঠেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকা চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী রোববার ভোর সাড়ে ৫টায় ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।

মার্তিনো শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দিলেন, পরের ম্যাচেই ফিরছেন দলের সেরা তারকা। “সে এখন ভালো আছে, আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে।”

আরও পড়ুন—    ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন নিষিদ্ধ

গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এসময় ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

মায়ামি কোচ শুরুতে বলেছিলেন, অন্তত দু’টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। পরে দেখা যায়, তার চোট আরও একটু গুরুতর। তখন বলা হয়, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আটবারের ব্যালন দ’র জয়ীকে।

মায়ামির বেশ কয়েকটি ম্যাচসহ আর্জেন্টিনার হয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচও খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন—    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড আবেদন

মেসিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাননি মার্তিনো। তাই দলের সবশেষ ম্যাচে গত ৩১ অগাস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে খেলানো হয়নি। যাতে মাঠে ফেরার জন্য আরও দুই সপ্তাহ সময় পান তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসির শুরুর একাদশে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি মায়ামি কোচ। “সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।”

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন