Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:৩৪

একসঙ্গে ৫ ছেলে জন্ম দিলেন মেরিনা

কামরুন্নাহার সাথীঃ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন (৩৫) নামে এক নারী।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানদের মা হন তিনি। হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রোকেয়া খাতুন এ তথ্য জানান।

মেরিনা খাতুনের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। মেরিনা খাতুন ও তার নবজাতক সন্তানেরা বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন—    চিত্রনায়িকা পপির জন্মদিন আজ

হাসপাতালে মেরিনা খাতুনের সঙ্গে থাকা তার মামা নয়ন বাবু। তিনি বলেন, ‘মেরিনার দু’টি মেয়ে আছে। বড় মেয়েটির বয়স ১৪ ও ছোট মেয়েটির বয়স ১১ বছর। এরপর মেরিনা আবারো অন্তঃসত্ত্বা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর অনুমান করা হয়েছিল তিনটি শিশু হবে।’

তিনি আরও জানান, ‘গতকাল মঙ্গলবার প্রসব বেদনা উঠলে মেরিনার শারীরীক অবস্থা খরাপ হয়ে যায়। নওগাঁ থেকে মেরিনাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করার পরে মেরিনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। এরপর একে একে পাঁচটি ছেলে সন্তান হওয়ার খবর আসে। সবাই অবাক হয়ে যান।’

হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রোকেয়া খাতুন জানান, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। শিশুগুলোর মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির এক কেজি ৩০০ গ্রাম করে ও অপর দুই শিশু এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST