Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ ভোর ৫:৪৪

চিত্রনায়িকা পপির জন্মদিন আজ

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউডের ‘বুনো সুন্দরী’ হিসেবে পরিচিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির আজ (১০ সেপ্টেম্বর) জন্মদিন। এক এক করে ৪৩ বছর পার করে ৪৪-এ পা দিলেন কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা। পপি ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাইবোনের মধ্যে পপি বড়। পড়াশুনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে।

পপি শোবিজ অঙ্গনে পা রাখেন ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। সিনেমায় কাজ শুরু করেন ১৯৯৭ সাল থেকে। পপি অভিনীত প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেস্ত’। তবে তার অভিনিত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। বক্স অফিসে সিনেমাটি ব্লকবাস্টার হয়। এই চিত্রনায়িকাকে বাণিজ্যিক এবং সাহিত্যনির্ভর সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম অভিনয় করেন।

আরও পড়ুন—    শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ

ঢাকাই চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কারে ভূষিত হয়েছেন।

সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, দিলীপ সোম, কমল সরকার, বাদল খন্দকার, নার্গিস আক্তার, সামিয়া জামানসহ অনেক গুণী নির্মাতার পরিচালিত সিনেমাতে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা গেছে মান্না, ইলিয়াস কাঞ্চন, রুবেল, বাপ্পারাজ, ওমর সানী, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও শাকিব খানকে।

শাকিল খানের সঙ্গে পপি জুটি ঢালিউডে অনেক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। এ ছাড়া রুবেল ও ফেরদৌসের বিপরীতে কাজ করেও জনপ্রিয়তা পেয়েছেন এই নায়িকা।

পপির ঝুলিতে রয়েছে বাচসাস এবং জাতীয় পুরস্কার। এই অভিনেত্রী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। পপি অভিনীত জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কারাগার (২০০৩), মেঘের কোলে রোদ (২০০৮) এবং গঙ্গাযাত্রা(২০০৯)। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে পপিকে।

আরও পড়ুন—    ধর্ষণ-খুনের প্রতিবাদে অভূতপূর্ব কর্মবিরতি

এদিকে, চলতি বছরের শুরু থেকে আড়ালে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। মিডিয়ার কারও সঙ্গেই তার যোগাযোগ নেই। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারাও জানেন না পপি কোথায় আছেন। পপির আড়ালে চলে যাওয়ার পর মিডিয়ায় অনেক খবরই চাউর হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন। আবার কেউ কেউ বলেছেন, তিনি মা হতে চলেছেন। তবে তার ঘনিষ্ঠ সূত্র বলছে, মূলত পারিবারিক সম্পত্তির বিরোধের কারণে তিনি আপাতত নিজেকে আড়ালে রেখেছেন। সময় হলেই সবার সামনে আসবেন।

পপি অভিনিত ছায়াছবিগুলো হলো কুলি, আমার ঘর আমার বেহেশত, চারিদিকে শত্রু, দরদী সন্তান, বিদ্রোহ চারিদিকে, গুপ্ত ঘাতক, অনেক দিনের আশা, ভালবাসার ঘর, কে আমার বাবা, লাল বাদশা, জিদ্দী, দুজন দুজনার, জানের জান, হীরা চুনি পান্না, আমার বউ, দাম দিয়ে প্রেম যায়না কেনা, ক্ষেপা বাসু, ক্ষমতার দাপট, বস্তির রানী সুরিয়া, রানীকুঠির বাকী ইতিহাস ইত্যাদি। এছাড়াও তিনি অসংখ্য বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST