Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ বিকাল ৪:০৬

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত

দিগন্ত নিউজঃ
মার্চ ১৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত, যার মধ্যে দুটিতে শিরোপা উৎসব করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। সব মিলিয়ে সোনালী সময় পার করছে তারা।

এদিকে চলতি বছরের বাকি সময়ের জন্য ভারত বিভিন্ন দেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করেছে। তালিকায় রয়েছে বাংলাদেশ সফরও।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮টি ম্যাচ হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।

পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। ভারত মেগা টুর্নামেন্টটির আগপর্যন্ত তাদের ওয়ানডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা সাজিয়েছে। তবে সেই এফটিপি সূচিতে পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশ সফরসহ সিরিজের পরিকল্পনা
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফর করতে পারে রোহিত-কোহলি-বুমরাহরা। যেখানে টাইগারদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যদিও সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এ ছাড়া ২০২৫ সালে আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে।

রোহিত-কোহলির অবসর নিয়ে গুঞ্জন
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের গুঞ্জন ছিল। তবে সেই পথে না হাঁটায় দুজনেই তাদের ওয়ানডে ক্যারিয়ার আরও লম্বা করবেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে, রোহিত-কোহলির পরিকল্পনায় রয়েছে ২০২৭ বিশ্বকাপও। ওই বছরের অক্টোবর-নভেম্বরে আফ্রিকান ভূমিতে অনুষ্ঠিত হতে পারে আইসিসির এই মেগা ইভেন্ট।

২০২৭ বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য ওয়ানডে সিরিজ

  • আগস্ট, ২০২৫: বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • অক্টোবর, ২০২৫: অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • নভেম্বর, ২০২৫: দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
  • জানুয়ারি, ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
  • জুন, ২০২৬: আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
  • জুলাই, ২০২৬: ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • সেপ্টেম্বর, ২০২৬: ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
  • নভেম্বর, ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • ডিসেম্বর, ২০২৬: শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)

ভারত ইতোমধ্যেই ‍টুর্নামেন্টটিকে গুরুত্ব দিয়ে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা সাজাচ্ছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন