রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির আহত হয়েছেন। হামলাকারী ফাহিমসহ মোট চার যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ হামলার ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আহত অবস্থায় এএসআই মো. নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায়, তার আঙুল ভেঙে গেছে।
ওসি নজরুল ইসলাম জানান, রাত দুইটার কিছু আগে এক যুবক থানায় এসে জানায়, এই এলাকায় একটি মার্ডার হয়েছে, পুলিশ তা জানে কি না? উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। এরপর ওই যুবক দাবি করে, পুলিশ ঘটনাটি লুকোচুরি করছে এবং জানায়, ডিউটি অফিসার এ ঘটনা জানে।
এরপর ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাওয়া পর ওই যুবকের পরিচয় জানতে চাওয়া হয়। তারপরই তিনি ওসিকে মারধর শুরু করেন।এএসআই নাসির তাকে থামাতে গেলে যুবকের আঘাতে তার আঙুল ভেঙে যায়।এরপর সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম আসলে যুবকটি তার কপালে ঘুসি মেরে কপাল ফুলিয়ে দেয়। পরে তাকে আটক করা হয়।
আটকের পর ফাহিম জানায়, বাইরে একটি গাড়িতে আরো ৩ জন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছেন। পরে ওই ৩ জনকেও থানায় আনা হয়।
