Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:১৪

ইফতারে যোগ দেয়ায় অভিনেতা বিজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

দিগন্ত নিউজঃ
মার্চ ১১, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় কেবল একজন অভিনেতা নন। পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান তিনি। এ কারণে বিভিন্ন সময় সামাজিকতা রক্ষার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে মিশতে হয় তাকে। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগেই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ অভিনেতা।

থালাপতি বিজয়ের ইফতার অনুষ্ঠানে অংশ নেয়ার ছবি ও ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাক ও টুপি পরিহিত অবস্থায় আছেন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রীতির প্রশংসায় ভাসলেও এর পেছনে রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে এ নিয়ে সমালোচনা ও চর্চার কমতি হয়নি।

এবার সেই ইফতারে যোগ দেয়াকে কেন্দ্র করেই থানায় অভিযোগ দায়ের হলো অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে। গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে দক্ষিণী এই তারকার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সিনেমা ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ অংশ নিয়েছিলেন।

আবার চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামও আমন্ত্রিত ছিলেন ইফতারে। সবমিলে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন ইফতার অনুষ্ঠানে। এতে অংশ নিয়ে ইফতারের আগে মোনাজাত করতে দেখা গেছে থালাপতি বিজয়কে। আর তার এই কর্মকাণ্ড ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলল তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামের একটি সংগঠন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সংগঠনটির দাবি―থালাপতি বিজয় যা করেছেন তা মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। ইফতারের মতো এমন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন, এমন অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের আমন্ত্রণ জানিয়ে ইফতার করিয়েছেন তিনি। আর ইফতার অনুষ্ঠানে এমন বক্তব্য দেয়া হয়েছিল, যা মুসলিমদের প্রতি অবমাননাকর ও আপত্তিকর ছিল।

এ ঘটনায় এরইমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানার দ্বারস্থ হয়েছে সুন্নাত এ জামাত নামের সংগঠনটি। অভিনেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রচারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত হানে। এ ঘটনার জন্য থালাপতি বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়েছে।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় জানানো হয়েছে, সংগঠনটির অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে। তারপরই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন