Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৩৫

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ

দিগন্ত নিউজঃ
মার্চ ১০, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে মানহীন কন্টেন্টের বিরুদ্ধে আরও কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মূলত, অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব।

গত মঙ্গলবার (০৪ মার্চ) ইউটিউব জানিয়েছে, চলতি মাসের ১৯ তারিখ থেকে ইউটিউবের বর্তমান নিয়মবিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে। এতে করে বেশ কিছু নিয়ম বদলে যাবে। আবার কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। এই নতুন নিয়মনীতি অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।

ইউটিউব জানায়, নতুন এই নিয়মের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না। এ ছাড়া ছবিতে বা টেক্সটের মধ্যে লিংক এমবেড করা যাবে না। কোনো রকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। আবার ভিডিওতে কোনো গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না। এ ছাড়াও গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের লাভের প্রলোভন দেখানো হবে সেই ভিডিও একবারে মুছে দেওয়া হবে। এক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ নেওয়া হবে। এখন ইউটিউবে সেই সমস্ত গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়ম-বিধি মেনে চলে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের ওপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে।

ইউটিউব আরও জানিয়েছে, যেসব ভিডিওতে এমন কিছু গ্যাম্বলিং কনটেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, সেগুলো এবার থেকে এজ-রেস্ট্রিকটেড থাকবে। ১৮ বছর বয়স না হলে এই কনটেন্ট দেখতে পারবেন না দর্শকরা।

জানা গেছে, অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন