Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৯:০৫

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

দিগন্ত নিউজঃ
মার্চ ১০, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এর প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।

জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে বনানী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দুইটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলন করছেন। তাদের রাস্তা অবরোধের কারণে বনানী এক্সপ্রেসওয়েসহ গুলশান এলাকায় ব্যাপকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মহাখালী, বনানী, গুলশান ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় গাড়ি ডাইভারশন করে দিচ্ছি। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন