Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:১২

সুনামগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

দিগন্ত নিউজঃ
মার্চ ৯, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।

এসময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন গুলিবিদ্ধ হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলত জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি আরও জানান, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যাক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন