Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৪০

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জামায়াত আমিরের

দিগন্ত নিউজঃ
মার্চ ৯, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ণ
  • সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জামায়াত আমিরের

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

Link Copied!

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে, সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় বিগত আওয়ামী শাসনামলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল৷ তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে৷

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিগত আওয়ামী শাসনামলে একক রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের ওপর এমন নিপিড়ন বিশ্বে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে চিহ্নিত করে না৷ দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে৷

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন