রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফাহ’ নামক কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।
এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান।
পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।
তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুঁড়তে দেখা গেছে।
মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।
দুপুর ২টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছিল। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।
এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
