Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৯:৪০

জিকা ভাইরাসের ‘ক্লাস্টার’ নিয়ে দেশে দুশ্চিন্তা বাড়ছে

দিগন্ত নিউজঃ
মার্চ ৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের প্রায় এক দশক পর দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ, অর্থাৎ একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। জিকা ভাইরাসের এই ‘ক্লাস্টার’ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

গত ৩ মার্চ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআরবি প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে ১৫২ জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। জ্বরের পাশাপাশি তাদের ভাইরাসের আরও কিছু লক্ষণ ছিল। নমুনাগুলোর পাঁচজনের মধ্যে জিকার সংক্রমণ ধরা পড়ে। যারা সবাই ঢাকার একই এলাকার বাসিন্দা এবং পাঁচজনই পুরুষ।

এডিস মশাবাহিত এই ভাইরাসে পাঁচজন রোগীর শনাক্ত হওয়াকে ‘ক্লাস্টার’ বা স্থানীয়ভাবে সংক্রমিত উল্লেখ করে দেশে জিকা ভাইরাস আক্রান্ত আরও রোগী পাওয়ার আশঙ্কা করেন গবেষণা দলের প্রধান ড. শফিউল আলম।

শফিউল আলম বলেন, প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা আগের বছরের হিসাব। চব্বিশ সালের হিসাব করলে শনাক্ত আরও বাড়তো। যেহেতু আমরা পরীক্ষা না করায় বিস্তরভাবে জানতে পারছি না। কিন্তু এই ভাইরাস ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

জিকা ভাইরাস সংক্রমণে মৃত্যুঝুঁকি কম হলেও অন্যান্য সংক্রামক ব্যাধির মতোই যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্ত্বা নারী, যারা আগে থেকেই অন্যান্য রোগে ভুগছেন তাদের ঝুঁকি বেশি। বাড়তে পারে গুলেন বারি সিন্ড্রোম- জিবিএসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। তবে এখনও দেশে কোনো গর্ভবতী নারী সংক্রমিত হওয়ার তথ্য মেলেনি বলে জানান এই গবেষক।

এর আগে বাংলাদেশে ২০২৪ সালের ডিসেম্বরে জিকা ভাইরাস আক্রান্ত ১১ জন রোগী পাওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন