Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৩১

তেলসহ নিত্যপণ্যের সমস্যা সমাধান হবে ৭ দিনেঃ বাণিজ্য উপদেষ্টা

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
  • Adviser for Commerce of Bangladesh Sheikh Bashir Uddin বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

Link Copied!

বাজারে তেলসহ যেসব পণ্য নিয়ে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে এবং যে সমস্যাগুলো আছে সবগুলোর দাম কমে আসবে। যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ আছে।

এসময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।

চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি তাদের সবার সাথে মতবিনিময় করেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন