Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ বিকাল ৫:৪৯

চাঁদাবাজি বন্ধ হয়নি, শূন্যস্থান পূরণ হয়েছে: অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধুমাত্র শূন্যস্থান পূরণ হয়েছে বলে মন্তব্য করে অন্তর্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে।’ এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা।

আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।’

আরও পড়ুন—    জন্মহারের চেয়ে আত্মহত্যার হার বেশি!

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।’

এ ছাড়া, ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে বলে জানান তিনি।

দেশে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল ও রাইস ব্রাইন আরও আমদানি করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন