Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ ভোর ৫:৩৫
 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
  • উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Link Copied!

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুত জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হয়েছিল। ইতোমধ্যেই সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে। আপনারা দেখেছেন ইতোপূর্বে ছিনতাইয়ের সংখ্যাটা বেড়ে গিয়েছিল। তাই নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আপনারা দেখবেন ঢাকার প্রতিটি অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বাহিনীগুলো এখন একটিভ অবস্থায় আছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নতি হবে।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। এখন আমি সরকারের দায়িত্বে আছি। আমরা দেশকে গণতন্ত্রিক ধারায় রূপান্তরের যে দায়িত্বটা নিয়েছি, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই। তাই আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারব না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ইতিবাচক হতে হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তারুণ্যের যে শক্তি সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাদেরকে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। সমাজের মানুষের জীবনমান উন্নয়নে তারুণ্যকে কাজে লাগাতে হবে। আগামী দিনে তরুণরাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।

এর আগে তিনি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর ও আকুবপুর ইউনিয়নের আমতলী এলাকায় দুটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। রাতে তিনি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের বিল্লাল হোসেন মাস্টারের কৃতিসন্তান আসিফ মাহমুদ।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর নিজ উপজেলায় তার এটি দ্বিতীয় সফর।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন