Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ ভোর ৫:৩৫
 

নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, প্রশ্ন তারেক রহমানের

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ
  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয়, তাহলে সব চাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা। আজকে আমরা দেখছি, কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে ওঠে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) টাউনহল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইবো। জনগণের কাছে ভোট চাইবো, দেশের মধ্যে নির্বাচন চাইবো। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন? সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোন লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে? কাদের স্বার্থ উদ্ধার হবে? সেটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তারেক রহমান বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্ররের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারবো, যত বেশি দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। দেশের সব মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবো।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর বিএনপি অত্যাচার, নির্যাতন, গুম, গায়েবি মামলা, মিথ্যা মামলা এসব পার হয়েছে। আমরা যারা বিএনপি করি, প্রত্যেকে বিশ্বাস করি, বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। জনগণের একটি রাজনৈতিক দলে বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আমাদের হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে। কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোকে পর্যায়ক্রমে অতিক্রম করে আরও দৃঢ়ভাবে আমরা কীভাবে জনগণের পূরণ করবো, সেই চেষ্টা অব্যাহত আছে। এই চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের কথা বলে। এই দলের কাছে যখন সুযোগ থাকে, দল চেষ্টা করে কীভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। একটি রাজনৈতিক দলের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা থাকে কীভাবে নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কীভাবে জনগণের কাছে দলকে সম্পৃক্ত করাবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করবে।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন