Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৫২

পাকিস্তানে থাকারই কথা না, সেই ভারত কীভাবে হাজির হলো ব্যাখ্যা চায় পিসিবি

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়নস ট্রফির একটা করে ম্যাচ যাচ্ছে, আর সমালোচনা নতুন মোড়কে হাজির হচ্ছে। এইতো গত বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের ব্রডকাস্টে চ্যাম্পিয়নস ট্রফির লোগোর পাশে পাকিস্তানের নাম ছিল না বলে সমালোচনা কম হয়নি। সে ঘটনায় আইসিসির ব্যাখ্যাও চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জবাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, এটা টেকনিক্যাল ভুল ছিল। এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তাও দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার যা হয়েছে, তা ছাড়িয়ে গেছে আগের ঘটনাকেও। গতকাল লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর সময় আচমকা বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যদিও ৩-৪ সেকেন্ডের মধ্যেই সেটা বন্ধ করা হয়েছিল। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিতর্কের ঝড় ওঠে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনা নিয়ে আবারও আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। কথা সেই আগেরটাই, কেনো এমনটা ঘটল, সেটার ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া।

সে প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছে পিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, ‘ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে খেলছে না, তাই কীভাবে ভুলে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হলো, সেটার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না পাকিস্তান।’

তিনি যোগ করেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর (জাতীয় সঙ্গীতের) প্লে-লিস্টের দায়িত্ব যেহেতু আইসিসির লোকজনের হাতে, তাই আইসিসির কাছে এ ব্যাপারে (অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো) ব্যাখ্যা চেয়েছে পিসিবি।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন