Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৩৯

হার দিয়ে শুরু টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, শিরোপা জিততেই দেশ ছাড়ছে তার দল। তবে সে মিশনে শুরুটা ভালো হলো না দলের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারত ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।

দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুতেই ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেন শান্তরা। তখন দুই অঙ্কে অলআউটের শঙ্কাও মাথাচাড়া দিচ্ছিল বেশ করে।

তবে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি (১০০) এবং জাকের আলির ৬৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতকে শুরুতেই ধাক্কা দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে একপ্রান্ত আগলে রেখে শুভমান গিল অপরাজিত ১০১ রান করে দলকে সহজ জয় এনে দেন। শেষ পর্যন্ত ভারত ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। টাইগারদের সেমিফাইনালে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন